advertisement
আপনি দেখছেন

মুজিববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে ‘মুজিবনগর’ নামকরণের দাবি উঠেছে। দাবিটি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

dhaka mujibnagar

বক্তারা বলেন, বঙ্গবন্ধু এই দেশের জন্য যা করেছেন তার তুলনায় এই দাবিটি খুবই ছোট। অনেক আগেই রাজধানীকে ‘মুজিবনগর’ নামকরণ করা উচিৎ ছিল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। তিনি বলেন, মুজিববর্ষে এটা আমাদের যৌক্তিক দাবি। মহান মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাজধানীর নাম ছিল ‘মুজিবনগর’, সুতরাং এই দাবি যথার্থ। তাছাড়া বিগত এক দশকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে এই নগরের যে উন্নয়ন হয়েছে তাতে এ অঞ্চলের নাম তার বাবার নামে হতেই পারে।

sheikh mujib 2020