আবারো পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গাজীপুর সিটির বর্তমান মেয়র এম এ মান্নান। চান্দনা চৌরাস্তা এলাকার একটি পুরনো মামলাকে কেন্দ্র করে গতকাল বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মেয়রের ঘনিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গতকাল জুমার নামাজ পড়তে স্থানীয় সালনা এলাকায় মসজিদে যান। পরে নামাজ শেষে বিকেলে সালনা এলাকায় নিজ বাড়ি থেকে ঘুরে ঢাকার উদ্দেশ্যে রওয়ান হো তিনি। পথিমধ্যে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
কিন্তু জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান গণমাধ্যর্মীদের ভিন্ন কথা জানান। তিনি বলেন, গতকাল রাত ১০টার দিকে মেয়রকে নাশকতার মামলার আসামী হিসেবে গ্রেফতার করেছে পুলিশ বাহিনী। তবে এ বিষয়ে আর কিছু জানাতে চাননি ওই পুলিশ কর্মকর্তা।