বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০ বিদেশি ব্যক্তিকে শনাক্ত করেছে সিআইডি। এই বিশ ব্যক্তি ফিলিপাইন ও শ্রীলংকার বলে জানা গেছে। একইসাথে বাংলাদেশের কয়েকজন ব্যক্তি ও এজেন্সি পুলিশের নজরাদারিতে আছেন।
সোমবার রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংস্থাটির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) শাহ আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, যে ২০ বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে তাদেরকে ইন্টারপোলের সহায়তায় দেশে আনা হতে পারে।
এছাড়া বাংলাদেশের কয়েকটি এজেন্সিকে পুলিশের নজরাদারিতে রাখা হয়েছে বলে জানান শাহ আলম। তিনি জানান, এসব এজেন্সী বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলো।
তবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সাথে কোনো ধরনের জঙ্গি অর্থায়নের খোঁজ পাওয়া যায় নি বলে জানান শাহ আলম।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা হ্যাকিংয়ের মাধ্যমে শ্রীলংকা ও ফিলিপাইনে স্থানান্তর করা হয়। ওই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করতে বাধ্য হন।