advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটি আরও বাড়ছে। আজ মঙ্গলবার গণভবন থেকে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

pm confarence

এর আগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার এই ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। ৯ এপ্রিল যেহেতু বৃহস্পতিবার সেহেতু পরবর্তী দুদিনের সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যোগ হবে। সবমিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, ছুটি ঘোষণার পরপরই অনেকে গ্রামে বাড়ি চলে গেছেন। এখন যদি ছুটিটা না বাড়ানো হয় তাহলে ঢাকায় ফিরতে গিয়ে নতুন করে ঝুঁকি তৈরি হতে পারে। তাই আমরা এটা বাড়ানোর চিন্তা-ভাবনা করলাম। বাড়তে পারে ৯ এপ্রিল পর্যন্ত। তবে এ নিয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।