advertisement
আপনি দেখছেন

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জন। আজ শনিবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

iedcr dhaka bangladeshরাজধানীর মহাখালীতে অবস্থিত আইইডিসিআর ভবন

অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মীরাজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জন আগে থেকে আক্রান্ত ছিলেন। আর অন্যজন নতুন আক্রান্তদের মধ্যে ছিলেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, নতুন করে যে দুই জন মারা গেছেন তাদের এক জনের বয়স ৯০ বছর। অপরজনের বয়স ৬৮ বছর।

তিনি বলেন, তাদের এক জন ঢাকার বাসিন্দা। এবং অনজন্য ঢাকার বাইরের। এ ছাড়া দুই জনের মধ্যে এক জন হৃদরোগী ছিলেন এবং আরেকজনের স্ট্রোক করার ইতিহাস ছিল বলেও জানান তিনি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ পর্যন্ত দেশে মোট ৭০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন।