ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় সাড়ে চার কেজি। বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখা থেকে শুল্ক গোয়েন্দারা এই গাঁজা উদ্ধার করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) তারেক মাহমুদ জানান, কাস্টমস হলের পাশে লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় একটি পরিত্যক্ত কালো রঙের একটি ট্রলি ব্যাগ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ বলছে, ১৩ এপ্রিল লন্ডন থেকে আসা বিমানের বিজি ০১৬ নম্বর ফ্লাইটে এই ট্রলি ব্যাগটি ঢাকায় এসেছে। এরপর কেউ আর এই ব্যাগটি রিসিভ করেন নি। ব্যাগের ট্যাগের ওপরও কোনো যাত্রীর নাম লেখা ছিলো না।
ধারনা করা হচ্ছে, পাচারের কৌশল হিসেবে ব্যাগটি ফেলে রাখা হলেও পরে সুবিধা মতো সময়ে ব্যাগটি বের করে নেয়া হতো।
তারেক মাহমুদ বলেন, বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনা অহরহ ঘটলেও বিদেশ থেকে গাঁজা আসার মতো ঘটনা এই প্রথম ঘটলো। বিমানের ওই ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা দেখে দোষী ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।