advertisement
আপনি দেখছেন

দেশে চুনাপাথরের সবচেয়ে বড় খনির সন্ধান পাওয়া গেছে। নওগাঁ জেলার বদলগাছিতে চুনাপাথরের এই খনিটি আবিষ্কৃত হয়েছে। প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এ খনিটি বিস্তৃত। খনি প্রাপ্তির খবরটি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের জানান।

naogaon district map

২১ এপ্রিল (বৃহস্পতিবার) নিজ কার্যালয়ে নসরুল হামিদ বলেন, এখন থেকে সিমেন্ট তৈরির অন্যতম এই কাঁচামালটি আর আমদানি করতে হবে না। এই খনিটি চালু হলে দেশের চাহিদা মিটিয়ে বাইরে চুনাপাথর রপ্তানি করবে। আগামী ২ বছরের মধ্যে চুনাপাথর উত্তোলন করা সম্ভব বলে জানান তিনি।

তিনি জানান, বাংলাদেশ ভু-তাত্ত্বিক জরিপ বিভাগের বিজ্ঞানীরা এই খনির সন্ধান পান। প্রায় ২২১৪ ফুট মাটির গভীরে চুনাপাথর মিলেছে। আরও গভীরে বিস্তৃত রয়েছে খনিটি। ইতোমধ্যে ৬১ ফুট খনন করে চুনাপাথর মিলছে। অনেক বড় আর পুরু স্তর নিয়ে খনিটি।

নসরুল হামিদ বলেন, ১৯৬৩ সালেও পাশের জেলা জয়পুরহাটে এমন চুনাপাথরের খনি আবিষ্কৃত হয়েছিলো। তবে তা বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হয়নি। আশাকরছি এবারের খনি থেকে বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হবে।

 

আপনি আরো পড়তে পারেন

মুহিত: আই অ্যাম ভেরি টায়ার্ড

বিদেশ থেকে আসা গাঁজা ধরা পড়লো শাহজালাল বিমানবন্দরে

এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে

রংপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

sheikh mujib 2020