রাজধানীর আবাসিক এলাকার বাড়িতে বাণিজ্যিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে এমন ছয় হাজার বাড়িকে চিহ্নিত করে নোটিশ পাঠানো হয়েছে। আগামি ছয় মাসের মধ্যে আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান সরানোর জন্য সময় বেঁধে দিয়েছে সরকার।
স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র থেকে জানা গেছে, নোটিশ পাঠানো অধিকাংশ বাড়িই ধানমন্ডি, গুলশান, বনানী ও বারিধারায় অবস্থিত। এসব এলাকায় আবাসিক শ্রেণির গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ নিয়ে বর্তমানে এগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে।
ইতোমধ্যেই এসব বাড়ির গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে।
এদিকে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেওয়া বাড়ির মালিকরা বলছেন, এ এলাকায় বসবাসকারীদের প্রয়োজনের ওপর ভিত্তি করেই এসব প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেছে। এখন এগুলো সরিয়ে দেয়া হলে উভয়পক্ষই সমস্যায় পড়বে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে, মিরপুর রোড ও সাতমসজিদ রোড এলাকাটি বাণিজ্যিক এলাকা হলেও সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান করতে কোনো বাধা নেই। তবে আবাসিক এলাকার ভিতরে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠেছে সেগুলো সরিয়ে নিতে হবে।