গত শনিবারে নেয়া পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছিলো আজ এবং আজই আরো পাঁচ রিমান্ডের আবেদন করেছিলেন শফিক রেহমানের বিপক্ষ দলের আইনজীবীরা। আদালত এই আবেদন মঞ্জুর করেছেন। ফলে আরো পাঁচ রিমান্ডে যেতে হচ্ছে তাকে।
গত শনিবার সকালে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। সে দিনই তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। আদালত মঞ্জুর করেন পাঁচ দিনের রিমান্ড।
প্রথম দফার রিমান্ড চলাকালে শফিক রেহমানকে নিয়ে তার বাড়িতে তল্লাশী চালায় পুলিশ। এ সময় এফবিআইয়ের কিছু গোপন নথি তার বাড়িতে পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নথিগুলোতে কী আছে, তা প্রকাশ করা হয়নি।
একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকেও। তিনি বর্তমানে একাধীক মামলায় হাজতে আছেন।