কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে এবং একই সাথে সারাদেশে গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে হরতালের সমর্থনে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা।
পূর্বে ঘোষিত অর্ধবেলার হরতালের ডাকে ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে সোমবার সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
এ সময় শাহবাগ মোড়ে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে যান চলাচল বব্ধ থাকায় সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। নেতাকর্মীদের বুঝিয়ে শাহবাগ থেকে অবস্থান উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।