৬ জন মানুষ মিলে মাত্র ৫ মিনিটে দুজনকে কুপিয়ে হত্যা করে চলে যায় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সোমবার রাজধানীর কলাবাগানে জোড়া হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করার পর এ কথা বলেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা ধারণা করছি এটি টার্গেট কিলিং। হত্যাকাণ্ডে ছয়জন অংশ নেয়। প্রথমে তিনজন প্রবেশ করে। পরে জোর করে আরও তিনজন প্রবেশ করে। আর তারা মোট সময় নেয় পাঁচ মিনিট। পরে তারা কলাবাগানের ডলফিন গলি দিয়ে পালিয়ে যায়।
একজন এএসআই দুর্বৃত্তদের ধরার চেষ্টা করলে তাকেও কোপানো হয় বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, এ সময় এএসআই মুমতাজ তাদের ঝাপটে ধরলে তারা তাকে কোপায়। এ সময় তিনি সন্ত্রাসীদের মধ্যে একজনের ব্যাগ ও মোবাইল রেখে দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, সোমবার বিকালে রাজধানীর কলাবাগানে কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে জুলহাস ও তন্ময় নামে দুজনকে কুপিয়ে হত্যা করে। নিহত জুলহাস একটি দূতাবাসে চাকরি করতেন। আর তন্ময় ছিলেন জুলহাসের বন্ধু।