advertisement
আপনি দেখছেন

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। আজ সোমবার সকাল ৮টার কিছু পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর।

mojammel haqeমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

গত ১৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী আরজুমান্দ বানু। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালেই থাকেন তার স্ত্রী। পরে তার শরীরের আরো অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। অবশেষে আজ সকালে তিনি মৃত্যুবরণ করলেন।

১৯৭৪ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লায়লা আরজুমান্দ বানু। ২ মেয়ে, ১ ছেলে ও ৬ নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে তিনি ইহলোক ত্যাগ করলেন।

sheikh mujib 2020