advertisement
আপনি দেখছেন

মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের অবস্থা সংকটাপন্ন। তাকে আজ শুক্রবার সন্ধ্যায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ex mp nurul haq alখুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে এবং তার রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এর আগে গতকাল বৃহস্পতিবার অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়।

corona virus 1

এ বিষয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাবেক এই সংসদ সদস্যের কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়া তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো নেই। এর মধ্যে এখন আবার তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সবমিলিয়ে অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে এখন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান এই চিকিৎসক।

sheikh mujib 2020