advertisement
আপনি দেখছেন

করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা এ সম্পর্কিত খবর সন্ধ্যা থেকেই বিভিন্ন গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আগের মতো এবারও সেই তথ্যের সত্যতা নিয়ে কথা বলতে হলো তাকে। ভুয়া খবর থেকে সবাইকে সাবধান করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। সাথে কবে টেস্ট করাবেন সেটাও জানালেন।

mashrafe mp naril 2মাশরাফি বিন মর্তুজা

শনিবার সন্ধ্যা থেকে মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজার বরাতে খবর প্রকাশ হচ্ছিল যে, করোনাভাইরাস নেগেটিভ মাশরাফি।

এমন খবর প্রকাশের পর নিজেই ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে জানালেন, আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের মতো এবারও তার করোনাভাইরাস সংক্রান্ত রিপোর্ট নিয়ে অনেকে নিউজ করছে। সবাইকে বিনীত অনুরোধ এসব নিউজ বিশ্বাস করবেন না।

mashrafe statusফেসবুকে দেয়া মাশরাফির স্ট্যাটাস

সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনারা মন থেকে আমার জন্যে দোয়া করছেন। এই ভালোবাসা তাকে দায়বদ্ধ করেছে যে, তার বিষয়ে সঠিক সংবাদ সবাইকে জানানো। 

রোববার ফের মাশরাফি তার পরিবারকে নিয়ে করোনা শনাক্তকরণ টেস্ট করাবেন জানিয়ে স্ট্যাটাসে জানান, ইনশাআল্লাহ আগামীকাল তিনিসহ তার পরিবারের সবাই করোনা টেস্ট করাবেন। ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।

সবশেষে তিনি সবার কাছে দোয়া চান এবং সবাইকে সাবধানে ও সুস্থ থাকার পরামর্শ দেন।

sheikh mujib 2020