কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
আজ রোববার রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি বলেন, কক্সবাজার জেলার টেকনাফে একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে তাদের ওপর দায়িত্ব ন্যস্ত হয়েছে। কাজেই তাদের তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যদি এখন কিছু একটা বলি তাহলে তদন্ত কমিটি প্রভাবিত হতে পারে। তাই কোনো কিছু না বলাটাই উচিত হবে।
একটা নিরপেক্ষ তদন্তের জন্য জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, পুলিশের একজন প্রতিনিধি ও সামরিক বাহিনীর একজন প্রতিনিধি নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তদন্ত করে বিষয়টি সুরাহা করার নির্দেশনা দিয়েছেন। সে জন্য তদন্ত কমিটিকে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। তারা তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরই বিষয়টি নিয়ে বিস্তারিত বলা যাবে।
ঘটনা বা দুর্ঘটনা যাই হোক, কিছু একটা ঘটেছে। আর এটার জন্য যা যা করা দরকার, সবই করা হচ্ছে। তদন্তের পরই সব কিছু খোলাসা করা যাবে। অভিযুক্ত ব্যক্তি কতোটা ভুল করেছে তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে, যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।
এর আগে ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬) নিহত হন।