advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন। তিনি চট্টগ্রামের মিরসরাই আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।

engineer mosharraf former ministerইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন

বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের এপিএস মো. নূর খান।

বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি বলেন, বৃহস্পতিবার সকালে সাবেক মন্ত্রীর করোনার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়। আর রাত ১০টার দিকে রেজাল্ট পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ।

নূর খান আরো জানান, বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। তবে তার শারীরিক অবস্থা ভালো।