advertisement
আপনি পড়ছেন

আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ সামনে রেখে নতুন জামা-কাপড় কেনা শুরু হয়ে গেছে। ঈদের শপিং করতে ভিড় শুরু হয়েছে ঢাকার বিপনি বিতানগুলোতে। এবারের বাজারে এসেছে ফেসবুক, মেসেঞ্জার ও থ্রিজি নামের জামা-কাপড়!

facebook 3g named dress in dhaka

গত বছরের ঈদে ভারতীয় টিভি সিরিয়ালের বেশ কয়েকটি চরিত্রের পোশাকের আদলে পোশাক এসেছিলো বাজারে। সেগুলো কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলো ক্রেতারা।

তবে এবার আর সেই দৃশ্য এখন পর্যন্ত দেখা যায়নি। সে সবের জায়গায় এসেছে ফেসবুক, মেসেঞ্জার বা থ্রিজি নামের মেয়েদের পোশাক। ক্রেতাদের তুমুল চাহিদা দেখে ব্যবসায়ীরাও এসব নামের পোশাক আমদানি করছেন।

প্রযুক্তির নানা সেবা বাংলাদেশের একদম তৃণমূলের নাগরিকদের কাছেও পৌঁছে গেছে। ফেসবুক, মেসেঞ্জার বা থ্রিজি নামগুলো তাই সবারই চেনা। ফলে এ সব চেনা নামের জামা-কাপড় বাজারে আসায় সহজেই তা আকৃষ্ট করেছে ক্রেতাদের মনোযোগ।

আপনি আরো পড়তে পারেন

জঙ্গি দমনে নামছে এক কোটি টাকার ডগ স্কোয়াড

জাসদ বিতর্ক: কী বলছেন প্রধানমন্ত্রী?

একাদশে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

জামিন পেলেন বাঁশখালির সেই সাংসদ

রামকৃষ্ণ মিশনের গুরুকে কুপিয়ে মারার হুমকি