পৃথক নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে অন্তত ৬০টি আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার-নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করে এই দাবি জানায় সংগঠনটি।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সম্মেলনে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করা ছাড়াও ৩ দফা দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক তার লিখিত বক্তব্যে বলেন, 'সংখ্যালঘুদের ওপর নির্যাতন দিন দিন বাড়ছে। তাই হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে।
গোবিন্দ চন্দ্র জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে ৬০টি সংরক্ষিত আসনের দাবিও জানান। এছাড়া হিন্দুধর্মাবলম্বীদের ওপর নির্যাতনকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার করার দাবি জানান সংগঠনটির মহাসচিব।
আগামী ১ জুলাইয়ের মধ্যে দাবি না মানলে ১৬ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।