advertisement
আপনি দেখছেন

সৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী ২০২১ সালের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন কিংবা ২০২২ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি।

saudi embassador and abdul momenসৌদি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুলাইহানের মাধ্যমে রোববার এ আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তারা দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগের আগ্রহও প্রকাশ করেন বলে জানা গেছে।

বৈঠকে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসের পক্ষ থেকে যে সহয়তা করা হয়েছে, তার জন্য সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সেইসঙ্গে সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

sheikh mujib 2020