একটি গরুর খামারে খাবারে বিষ মিশিয়ে ১১টি গরু হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যার পর নিষ্ঠুর এই ঘটনা ঘটে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ইয়াকুব ফকির (৩৫) নামের ওই খামারি। এতে তার প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ান গরু, ফাইল ছবি
জানা যায়, ইয়াকুব ফকিরের খামারে বর্তমানে ১৬টি অস্ট্রেলিয়ান গরু রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
খামারের তদারকির দায়িত্বে থাকা মানিক হোসেন (৫২) জানান, সন্ধ্যার পর ১১টি গরুকে পর্যায়ক্রমে খাবার হিসেবে খড়কুটা দেওয়া হয়। কিন্তু খাবার খাওয়ার পর আধা ঘণ্টার ব্যবধানে গরুগুলো দাপাতে দাপাতে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। প্রতিটি গরুর পেট ফুলে উঠে মারা যায়।
গৌরনদী মডেল থানা
এ বিষয়ে গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন মাসুম বিল্লাহ জানান, গরুগুলো কোনো রোগে নয়, বরং খাদ্যে বিষক্রিয়ার কারণে মারা গেছে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।