advertisement
আপনি দেখছেন

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার আসন্ন ২০২১ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে দেয়া হবে। আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

dr dipu moniশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

তিনি বলেন, আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া সম্ভব হবে না। সে লক্ষ্যে ইতোমধ্যে পরীক্ষার্থীদের জন্য তিন মাসে শেষ করা যায়, এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

পরীক্ষার্থীদের তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তাদের তিন মাস ক্লাস করানো হবে। সে কারণেই এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা দুই-এক মাস পিছিয়ে দিতে হবে মনে হয়।

education ministry logo

চলতি বছরের বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ফলাফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে। জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলাফল মূল্যায়নের কাজ চলছে।

sheikh mujib 2020