ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস রাজধানীর পুরান ঢাকায় সাকরাইন উৎসবের উদ্বোধন করেছেন। পুরান ঢাকার সূত্রাপুরের পাতলা খান লেনের একটি বাড়ির ছাদে আজ বৃহস্পতিবার বিকেলে এই ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন তিনি।
সাকরাইন উৎসবের উদ্বোধন করলেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস
এ সময় ডিএসসিসি মেয়র বলেন, আমরা আনন্দ করতে জানি, উৎসব করতে জানি, সাকরাইন উৎসবের মাধ্যমে সেটা বিশ্বব্যাপী জানাতে চাই।
মেয়র তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এই প্রথম ঘুড়ি উৎসব করা হচ্ছে। একযোগে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে এই ঘুড়ি উৎসব করা হচ্ছ। পুরো ঢাকাবাসী তা আনন্দের মধ্য দিয়ে উপভোগ করছেন।
শেখ ফজলে নূর তাপস আরো বলেন, ঢাকার ঐতিহ্যকে লালন, সংরক্ষণ ও পালন করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন থেকে প্রতি বছর এই উৎসবের আয়োজন করবে। এই উৎসবের মাধ্যমেই আমরা ঢাকার সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারব।