নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বিপুল ভোটে জয় পেয়েছেন। আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ১০ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন তিনি।
কাদের মির্জা
বিকাল নাগাদ জেলা রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম মোট ৯টি ভোটকেন্দ্রের ফল ঘোষণা করলে এ তথ্য উঠে আসে। শান্তিপূর্ণভাবে এ পৌরসভায় নির্বাচন হয়েছে বলে জানান তিনি।
‘সত্যবচনের’ জন্য দেশব্যাপী আলোচিত কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী মাত্র ১ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। এ ছাড়া ১ হাজার ৪৫১ ভোট পেয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন।
বসুরহাট পৌরসভা নির্বাটনে ভোটারদের দীর্ঘ লাইন
জয়ের পর নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে কাদের মির্জা বলেন, তিনি ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ না হওয়া পর্যন্ত বিজয়ের মালা পরতে চান না।
বসুরহাট পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হলেও ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ।