এক মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিলের বিষয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, খালাস পাওয়া মামলায় সরকারের চাপে আপিল করেছে দুদক। আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইশরাক হোসেন
নিম্ন আদালতে খালাস পাওয়া মামলা প্রসঙ্গে ইশরাক বলেন, আপিল করার এখতিয়ার যে কারোর রয়েছে, এটা খুবই স্বাভাবিক। তবে মামলাটি আদালতে ভিত্তিহীন প্রমাণিত হওয়ার পরেও কেন হাইকোর্টে আপিল হলো?
এ বিষয়ে আইনজীবীরা খোঁজ-খবর নিয়ে কার্যক্রম শুরু করবেন জানিয়ে তিনি বলেন, আইনিভাবে এ মামলা মোকাবিলা করা হবে। গতকাল সোমবার করা আপিলটি বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে কার্যতালিকাভুক্ত হয় বলে জানা গেছে।
দুদক কার্যালয়
বর্তমান সরকারকে ‘ওয়ান-ইলেভেনের’ ধারাবাহিকতার সরকার উল্লেখ করে সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক বলেন, বিরোধী দল ও মতের মানুষকে দমানোর অপকৌশল এটি। ওই সময় চাপে রাখতে তাদের পরিবারের বিরুদ্ধে এসব হয়রানি ও উদ্দেশ্যমূলক মামলা করা হয় বলে তিনি দাবি করেন।