বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেছেন, গুলশানের হামলায় প্রশিক্ষিত শিবিরকর্মীরা জড়িত থাকতে পারে। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এই মন্তব্য করেন নাসিম।
গুলশানের একটি স্প্যানিশ রেস্তোরাঁর জিম্মি ঘটনায় মোট ২৮ জন মারা যান। জিম্মি ২০ জনের সঙ্গে ছয়জন সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুজন সদস্যও প্রাণ হারান।
বাংলাদেশে ঘটা এমন নজিরবিহীন ঘটনায় কারা জড়িত থাকতে পারে প্রশ্ন করা হয়েছিলো স্বাস্থ্যমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, ‘যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা এদেশেরই সন্তান। আপনারও বুঝতে পারছেন, কারা এটা করেছে। যারা প্রশিক্ষিত শিবির, তারাই এমন কাজ করে।’
এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনাও করেন নাসিম। খালেদা জিয়া গুলশানের ঘটনাকে ‘রক্তাক্ত অভ্যুত্থান’ বলে আখ্যায়িত করার সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীও তার বক্তব্য কাউকে আক্রমণ করেননি। অথচ খালেদা জিয়া বলেছেন রক্তাক্ত অভ্যুত্থান। এ কথা তার খুনিদের পক্ষে থাকা প্রকাশ করেছে।’