advertisement
আপনি দেখছেন

দ্বিতীয় দফা অপেক্ষার পালা শেষ হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টা ২২ মিনিটে দেশের মাটিতে এসে পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনাভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’র ২০ লাখ ডোজ। ভারতের স্পাইসজেট এসজি-০০৬৩ ফ্লাইটটি এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

covishield second shipment

এর আগে গত ২০ জানুয়ারি দেশে প্রথমবারের মতো টিকা এসে পৌঁছায়। সেটা ছিল ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ। পরবর্তীতে গত ২৫ জানুয়ারি আসে ৫০ লাখ ডোজ টিকা, যা ছিল সেরামের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় প্রথম চালান। সে হিসেবে গতরাতের ২০ লাখ ডোজসহ এখন পর্যন্ত দেশে এসেছে করোনাভাইরাসের ৯০ লাখ ডোজ টিকা।

চুক্তি অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাসে মোট ৫০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার কথা। এর মধ্যে এসে গেছে ২০ লাখ ডোজ, বাকি ৩০ লাখ ডোজ টিকা কবে আসবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

covishield india coming

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে দেওয়ার মাধ্যমে পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর সারাদেশে গণ-টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি।