কক্সবাজারের টেকনাফের শালবন-জাদিমুরা পাহাড়ি এলাকায় র্যাবের সঙ্গে ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে ৩ রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত হয়েছে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধের প্রতীকী ছবি
র্যাব বলছে, নিহত ৩ ডাকাত রোহিঙ্গা সন্ত্রাসী জাকির বাহিনীর সদস্য। ঘটনাস্থল থেকে মোট ৯টি আগ্নেয়াস্ত্র ও ২৫টি গুলি উদ্ধার হয়েছে। এর মধ্যে ২টি করে পিস্তল ও বন্দুক এবং ৫টি ওয়ান শুটারগানও রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, জঙ্গলের ঘটনাস্থলটি ঘিরে তল্লাশি করছে র্যাবের অভিযান দল। সেটি সন্ত্রাসী জাকির বাহিনীর আস্তানা হিসেবে পরিচিত।
টেকনাফের মানচিত্র
র্যাব জানায়, উদ্ধার হওয়া ৩ জনের মরদেহের মধ্যে একজন জাকির বাহিনীর প্রধান জাকির হোসেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদকসহ ২০টির মতো মামলা রয়েছে। অন্য দুই জন জাকির বাহিনীর সদস্য হলেও তাদের পরিচয় শনাক্ত হয়নি এখনো।