আগামী রোববার দুই দিনের সফরে ঢাকা আসছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। একটি কূটনৈতিক সূত্রের মাধ্যমে এই তথ্য জানা গেছে।
আসন্ন সফরে বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন জঙ্গী হামলা ও জঙ্গিবাদ দমনের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তবে মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাস মান্নানকে কুপিয়ে হত্যার ব্যাপারটি নিয়েও স্বতন্ত্র আলোচনা হতে পারে বলে জানিয়েছে সেই সূত্র।
দুই দিনের এই সফরে নিশা দেশাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।
এদিকে শুক্রবারও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবেন বলে দৃঢ় মত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গুলশান হামলার পর প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেয়ার প্রস্তাব দেন।