advertisement
আপনি পড়ছেন

কোনো শিক্ষার্থী দশ দিন কিংবা তার বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে তার নাম, পরিচয় মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

nurul islam nahid

এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনায় বসবেন বলে জানান তিনি। মন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবেই এও পদক্ষেপ নেয়া হচ্ছে। এটি শিক্ষার্থীদের ভালোবাসা, আদর ও মমতা দিয়ে বড় করার একটি প্রয়াস।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গুলশান হামলা ও শোলাকিয়ায় ঈদের জামাতে সন্ত্রাসী হামলায় অংশগ্রহনকারীদের অধিকাংশই রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, স্কলাসটিকা স্কুলের শিক্ষার্থী।

এদের সবাই প্রায় কয়েক মাস ধরে পরিবার ও আত্মীয়-স্বজন থেকে নিখোঁজ ছিলেন। পরে তারা আইএস-এর সদস্য হিসেবে বাংলাদেশে হামলা চালায়।

আপনি আরও পড়তে পারেন

‘যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুরের সহায়তা নেয়া হবে’

আইজিপি: হামলাকারীরা জেএমবির সদস্য

কুমিল্লায় জঙ্গি সন্দেহে আটক ৩

রাজধানীতে যুবলীগ নেতা খুন

শোলাকিয়ায় নিহত হামলাকারীর নাম আবির