সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার প্রেক্ষিতে উক্ত বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন মন্ত্রী।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কী শিক্ষা দেওয়া হচ্ছে এমন প্রশ্ন করে মন্ত্রী অভিভাবকদেরকে সন্তানের কর্মকাণ্ডের প্রতি নজর দেয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই একটি গোষ্ঠী ইসলামের নামে এসব সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর ঈদের দিন শোলাকিয়ায় পুলিশের ওপর হামলা হয়। এই দুটি হামলাতেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততা পাওয়া যায়।