দেশের সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের আগামী ১০ মার্চের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, করোনা টিকা নেয়ার জন্য শিক্ষকদের সুরক্ষা অ্যাপসে www.surokkha.gov.bd নিবন্ধন করতে হবে। এরপর আগামী ১০ মার্চের মধ্যে প্রথম ডোজ গ্রহণ করবেন।
আদেশে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তার প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের টিকা নেয়ার তথ্য উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করবেন। তিনি সেখান থেকে জেলা অফিসারকে এবং জেলা অফিসাররা সংশ্লিষ্ট উপ-পরিচালকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলকে অবহিত করবেন।
প্রতিকী ছবি
কলেজের অধ্যক্ষরা তার প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের টিকা নেয়ার তথ্য সংশ্লিষ্ট পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলকে অবহিত করবেন।
পরবর্তীতে সবার থেকে প্রাপ্ত তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের পরিচালক উপ-পরিচালক আগামী ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ই-মেইল প্রেরণ করবেন, আদেশে উল্লেখ করা হয়।