৩৬তম বিসিএসে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, সেপ্টেম্বরের এক তারিখ থেকে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ জুলাই) কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর কেন্দ্রে একসঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করলেও বিস্তারিত সূচী এখনো প্রকাশ করেনি কমিশন। তা পরে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সরকারি চাকরি পাওয়ার আশায় গত জানুয়ারিতে দুই লাখ ১১ লাখ ৩২৬জন ৩৬তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেন।
পরে ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষার জন্য ১৩ হাজার ৮৩০জনকে যোগ্য ঘোষণা করা হয়। পহেলা সেপ্টেম্বর থেকে মূলত এরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবারের বিসিএস থেকে দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।