জুমার নামাজের জন্য খুতবা নির্ধারণ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মসজিদে মসজিদে আজকের (১৫ জুলাই ২০১৬) জুমার নামাজ থেকেই ফাউন্ডেশনের নির্ধারিত খুতবা দিয়ে জুমা আদায় করার নির্দেশনা দেয়া হয়েছে।
মূলত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধ করতেই নতুনে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো নির্দেশনায় জুমার নামাজে আগে খতিব বা ইমামরা মুসল্লিদের উদ্দেশে দেয়া বক্তব্যে কী বলবেন তার বিস্তারিত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন সহকারী বলে পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিন ।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আজ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমার খুতবা কী বক্তব্য হবে তা ফাউন্ডেশন থেকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। একই সঙ্গে দেশের সকল মসজিদে এই খুতবা অনুকরণ করারও নির্দেশ দেয়া হয়েছে।'
এছাড়াও সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।