নোয়াখালীতে এক ইমামের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন। ওই ইমামের নাম হাফেজ মাওলানা জহির উদ্দিন (৫৩)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটায় সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জহির উদ্দিন কৃষ্ণরামপুর গ্রামের মসজিদের ইমাম ছিলেন।
নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, মাওলানা জহির উদ্দিন রাতে ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ পর তার স্ত্রী ঘরে ঢুকে জহির উদ্দিনকে মেঝেতে বসে খাটের সঙ্গে ঠেস দিয়ে বসা অবস্থায় দেখতে পান।
পরে তার গলায় রক্ত ও পাশে ছুরি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনার সময় তার স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের ছয় সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন।
পরিবার জহির উদ্দিনের মৃত্যুকে আত্মহত্যা দাবি করলেও পুলিশ বিষয়টি রহস্যজনক বলে মনে করছে। এটি আত্মহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষে সেটা জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।