advertisement
আপনি দেখছেন

বেশ কিছু দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেলেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।

abdul motin khasru infectedমারা গেছেন আব্দুল মতিন খসরু

জানা গেছে, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ বুধবার বিকেল পৌনে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন।

সদ্য প্রয়াত আবদুল মতিন খসরু কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আইনমন্ত্রী ছিলেন তিনি।

coronaকরোনাভাইরাসের প্রতীকী ছবি

জানা যায়, প্রবীণ এ আইনজীবী গত ১৫ মার্চ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং পর দিন ১৬ মার্চ জানতে পারেন তিনি করোনা পজিটিভ। পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে গত ২৮ মার্চ রাতে আব্দুল মতিন খসরুকে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে গত ১ এপ্রিল করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। পরে ৩ এপ্রিল তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু গত ৬ এপ্রিল আবারো শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে আইসিইউতে নেওয়া হয়।