advertisement
আপনি দেখছেন

প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিল আরও এক কিংবদন্তির প্রাণ। টানা ১২ দিন এই ভাইরাসের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলা সিনেমার অত্যন্ত গুণী অভিনেত্রী সারাহ বেগম কবরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

sarah begum kabari

খবরটি নিশ্চিত করে কবরীর ছেলে শাকের চিশতী বলেন, শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আমার মা। এর আগে ১৫ এপ্রিল বিকেল থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

জানা যায়, গত ৫ এপ্রিল করোনার রিপোর্ট পজিটিভ আসলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটে। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ না পাওয়ায় ৮ এপ্রিল রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের স্থানান্তর করা হয়।

সারাহ বেগম কবরীর চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৪ সালে ‘সুতরাং’ ছবি দিয়ে। দেশের চলচ্চিত্র অঙ্গনে সবার প্রিয়মুখ তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনা করেছেন।