advertisement
আপনি দেখছেন

দেশে অনেকটা স্তিমিত হয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস হঠাৎ করেই গত মার্চ মাসে আবারও জেগে ওঠে। অবশ্য বিশেষজ্ঞরা এই দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন। তবে এর ভয়াবহতা যে এতটা মারাত্মক হবে, তা বোধহয় ভাবেননি কেউ। মার্চে এই ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হলেও সদ্য বিদায় নেওয়া এপ্রিল মাসটা ছিল আক্ষরিক অর্থেই ভয়ানক।

bd update 8may

শুধু এই এপ্রিল মাসে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪০৪ জন। অর্থাৎ, গড়ে প্রতিদিন না ফেরার দেশে চলে গেছেন ৮০ জনেরও বেশি। একইভাই সদ্য বিদায়ী মাসে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৩৭ জন। অর্থাৎ, এই সময়ের মধ্যে গড়ে প্রতিদিন আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার মানুষ।

স্বস্তির কথা হলো, ধীরে ধীরে এই মৃত্যু ও সংক্রমণের সংখ্যা নিচের দিতে নামছে।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় (৩০ এপ্রিল) দেশে করোনায় আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৫১০। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৪৫২ জনকে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪।