advertisement
আপনি দেখছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাত করতে তার বাসভবনে গেছেন হেফাজতে ইসলামের পাঁচ নেতা। মঙ্গলবার রাত ৯ টা ২০ মিনিটের দিকে হেফাজত নেতাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকতে দেখা যায়। সেখানে মন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বিশেষ বৈঠক হওয়ার কথা।

hefazat

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যাওয়া নেতাদের মধ্যে হেফাজতের বিলুপ্ত কমিটির মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জেহাদিসহ বি-বাড়িয়া-৩ আসনের এমপি সংসদ সদস্য আ ম উবায়দুল মুক্তাদিরকেও দেখা যায়।

এ ব্যাপারে কিছু জানতে চাইলে হেফাজত নেতারা সাংবাদিকদের কিছু বলতে চাননি।

উল্লেখ্য, গত রোববার হেফাজতের সাবেক দুই নেতা মুফতি ফয়জুল্লাহ ও মাওলানা মাঈনুদ্দীন রুহি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।