advertisement
আপনি দেখছেন

বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্র স্থান ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রী কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

pm hasina file photo

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি হামলার ঘটনায় নিন্দা জানান।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলা হয়, ‘সম্প্রতি ইসরায়েলি হামলায় হতাহত ফিলিস্তিনিদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় অন্তত ৩৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ১০টি শিশু রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক ঘটনায় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।