advertisement
আপনি দেখছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন বলে জানা গেছে।

pm hasina file photo 1

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়৷ তার এ ভাষণ রাষ্ট্রীয় মালিকানাধীন বিটিভি ও বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও সরাসরি সম্প্রচার করবে।

প্রসঙ্গত, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।