advertisement
আপনি দেখছেন

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী। শুক্রবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে ‘ঈদ মোবারক’ লিখে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান তিনি।

chanchal chowdhury

এবার ঈদ কেমন কাটছে জানতে চাইলে চঞ্চল চৌধুরী টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারকে বলেন, গত বছর আর এ বছরের ঈদ তো একইভাবে কাটছে। অন্যান্য ঈদে বন্ধুদের বাসায় যেতাম। দাওয়াত খেতাম। এ দুই বছর আর তা হচ্ছে না।

তিনি বলেন, ঈদের আগে আমাদের প্রচন্ড কাজের চাপ থাকে, ঈদের ছুটিটা আমরা বিশ্রাম করে কাটাই। এবারও ঈদে আমার ১০-১২টা নাটক প্রচারিত হবে। বিশ্রাম নেওয়ার পাশাপাশি নাটকগুলো দেখব।

ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানানো পাশাপাশি চঞ্চল চৌধুরী নিজের একটি ছবিও পোস্ট করেন। ছবিতে তার ছেলেকেও ক্যামেরাবন্দী করেছেন তিনি।