advertisement
আপনি দেখছেন

কবরস্থানের জায়গায় নতুন সাইনবোর্ড বসিয়ে দখলের জেরে গোলাগুলি হয়েছে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়ায় এ ঘটনা ঘটে।

shots fired at cemeteryহাসপাতালে আহতরা

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল লতিফ হাটখোলার বড় মৌলভি কবরস্থানে সংঘর্ষ শুরু হয় আজ সকাল ১০টায়, চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এতে উভয় পক্ষ লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে আক্রমণ চালায়। ঘটে গোলাগুলির ঘটনাও।

জানা গেছে, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আহমদ ইলিয়াসের লোকজন সকালে কবরস্থানে সাইনবোর্ড লাগাতে যায়। এ সময় তাদের ওপর হামলা চালায় দলটির নেতা ইয়াকুব আলীর সমর্থকরা।

shots fired at cemetery 1গুলিবিদ্ধ দুইজন

এ ঘটনায় আহতদের বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মাসুদ (২৮), কাইছার (৩৯), মুরাদ (২৫) ও ফয়সাল (২৮) গুলিবিদ্ধ বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইট-পাটকেল ছোড়া এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।