advertisement
আপনি দেখছেন

পূর্ব নির্ধারিত গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা আগামী ১৯ জুন থেকে হওয়ার কথা ছিল। পরীক্ষা স্থগিতের পাশাপাশি ভর্তির আবেদনের সময়ও বাড়ানো হয়েছে।

bunch admission examination suspendedগুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

পরীক্ষার আয়োজক কমিটির সভায় আজ শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সমন্বিত ভর্তি কমিটি এর আগে প্রাথমিক যে সিদ্ধান্ত নিয়েছিল সে অনুযায়ী, আগামী ১৯ জুন মানবিক বিভাগ, ২৬ জুন বাণিজ্য এবং আগামী ৩ জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে, ভর্তি পরীক্ষা স্থগিতের ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, ভর্তি পরীক্ষার তারিখ পরে শিক্ষার্থীদের জানানো হবে। আগামী ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।