advertisement
আপনি দেখছেন

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যারা বলে আলেমদের কারাগারে নেয়া হয়েছে, তারা ভুল বলে। কারণ জামায়াত-হেফাজতের তেঁতুল হুজুররা আলেম নয়। এরা আলেমের মুখোশ পরে থাকে এবং জঙ্গীবাদ লালন করে। করোনাভাইরাসের সাথে এদেরকেও রুখতে হবে।

hasanul haq inu newহাসানুল হক ইনু

আজ মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হাসানুল হক ইনু। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তিনটি ভাইরাস মোকাবেলা করতে হবে। সেগুলো হলো- করোনাভাইরাস, জঙ্গিবাদ ও দুর্নীতি।

বিএনপির প্রসঙ্গ টেনে সাবেক তথ্যমন্ত্রী বলেন, স্বভাব বদলায়নি বিএনপির। আগের মতো এখনও তারা জঙ্গীবাদকে আশ্রয়-প্রশয় দিচ্ছে। এই অবস্থান থেকে সরে না আসলে এক সময় বিলীন হয়ে যাবে দলটি। অতীতে যারাই জঙ্গীবাদকে কোলে তুলে নিয়েছে তারাই সংকটে নিপতিত হয়েছে।

বাজেট প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, করোনায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তা দিয়ে ক্ষতি পুষিয়ে নেয়া যাবে না। এটা পেটে-ভাতে চলার বাজেট। অর্থমন্ত্রী পুরনো ছক থেকে বের হয়ে আসতে পারেননি। যদিও এবার সেই সুযোগটা ছিল।