advertisement
আপনি দেখছেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলের মধ্যে দেশে আসছে ৭ কোটি কোভিড-১৯ টিকা। আর আসছে আগস্টের মধ্যে আসছে ২ কোটি ভ্যাকসিন। নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

shahriar alam state minister foreignপররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, অক্সফোর্ডের ২৯ লাখ ভ্যাকসিন আগামী ১০ দিনের মধ্যে দেশে আসবে। চলতি জুলাই মাসের শেষ দিকে আসবে আরো ৩০ লাখ করোনার ভ্যাকসিন। এ ছাড়া আগামী আগস্ট মাসের শুরুতে আসবে ১০ লাখ ডোজ করোনার টিকা। যা আসবে টিকা সহায়তার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, আগামী বছরের (২০২২ সাল) এপ্রিল মাসের মধ্যে দেশে আসবে ৭ কোটি করোনার ভ্যাকসিন। দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনা হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।

shahriar alam post cv vaccপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক পোস্ট

প্রসঙ্গত, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আসা স্থগিত হওয়ায় মাঝে কিছু দিন টিকার অভাবে টিকাকরণ কর্মসূচি বন্ধ হয়ে গিয়েছিল। তবে সরকারের নানা প্রচেষ্টার ফলে এখন বিভিন্ন সোর্স (উৎস) থেকে টিকা আসছে। ইতোমধ্যে দ্বিতীয় দফায় গণটিকাকরণ কর্মসূচি চালু হয়েছে। আগামী দিনে চীন, কোভ্যাক্স ও অন্যান্য উৎস টিকা আসার কথা রয়েছে।