advertisement
আপনি দেখছেন

দেশে এসে পৌঁছেছে মেট্রোরেলের আরো ১০টি বগি এবং দুটি ইঞ্জিন। পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন ৯ আজ মঙ্গলবার বিকেলে এসব মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বলে জানা গেছে।

meto rail ten bogies reached homeমেট্রোরেলের আরো ১০ বগি নিয়ে বন্দরে হরিজন

বিষয়টি নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, এর আগে গত ২ জুলাই জাপানের কোভে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় এমভি হরিজন ৯। অবশেষে আজ মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে মোংলা বন্দরে পৌঁছায় বাণিজ্যিক জাহাজটি।

জানা যায়, মেট্রোরেলের মালামাল বহনকারী জাহাজটি পণ্য খালাসের জন্য মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে অবস্থান নিয়েছে। অবশ্য জাহাজটির সিঅ্যান্ডএফ এজেন্ট জানিয়েছে, পণ্য খালাস শুরু হবে ঈদের পর কাস্টমসের যাবতীয় কার্যক্রম শেষে। পণ্য খালাসের পর নদী পথে সেগুলো ঢাকার দিয়া বাড়ী এলাকায় নির্মিত মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।

meto rail ten bogies reachedমেট্রোরেলের আরো ১০ বগি নিয়ে বন্দরে হরিজন

শেখ ফখর উদ্দিন জানান, এর আগে গত ৫ মে এমভি ওশান গ্রেস নামক বাণিজ্যিক জাহাজ এবং গত ৩১ মার্চ এমভি এসপি এন ব্যাংকক নামক জাহাজে আসা আরো ৬টি বগি ও অন্যান্য যন্ত্রাংশ মোংলা বন্দরে খালাস করা হয়।