নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে বসবাস করছে ভাসমান শ্রমজীবী মানুষের পাশাপাশি প্রভাবশালীরাও। গতকাল শুক্রবার পটুয়াখালীর সদর উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় এই শীতে খোলা আকাশের নিচে আছেন শ্রমজীবীরা।
উচ্ছেদ অভিযান, ফাইল ছবি
হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় অনেক প্রভাবশালীর বহুতল ভবন উচ্ছেদ করতে পারেনি প্রশাসন। ফলে উচ্ছেদ হওয়া মানুষেরা প্রশ্ন তুলেছেন, প্রভাবশালীদের বাদ দিয়ে তাদের কেন উচ্ছেদ করা হলো। মিয়ানমারের রোহিঙ্গারা এদেশে থাকার জায়গা পেলেও তারা কেন খোলা আকাশের নিচে আছেন?
এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ বলছেন, নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় সেগুলো উচ্ছেদ করা হয়। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় আপাতত কিছু স্থাপনা ভাঙা স্থগিত রাখা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।