সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, শাবিপ্রবি, সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাবিপ্রবিতে চলমান আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে।
হাবিবুর রহমান স্বপন এবং রেজা নূর মঈন দীপ
জানা গেছে, আটকদের সিলেট মেট্রোপলিটন পুলিশের, এসএমপি, জালালাবাদ থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বর্তমানে সিলেটের পথে রয়েছে বলে জানানো হয়েছে। গত ১৩ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনের কমিশনার নিশারুল আরিফ আজ মঙ্গলবার, ২৫ জানুয়ারি, বিকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হবে। এরপর তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন
এর আগে গতকাল সোমবার, ২৪ জানুয়ারি, শাবিপ্রবির সাবেক ৩ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, রাজধানীর উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।