মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও ৩ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই তিন আসামি হলেন- মৌলভীবাজারের আব্দুল আজিজ এবং আব্দুল মান্নান ও আব্দুল মতিন। এর মধ্যে আব্দুল মতিন বর্তমানে পলাতক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আজ বৃহস্পতিবার (১৯ মে) এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
আদালতে আসামি আব্দুল আজিজের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান এবং আব্দুল মান্নানের পক্ষে ছিলেন আইনজীবী এম. সারোয়ার হোসেন। পলাতক আব্দুল মতিনের পক্ষে কোনো আদালতে আইনজীবী ছিলেন না।
মামলার কার্যক্রমে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নি।
রায়ের পর প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি বলেন, আদালত সঠিক রায় দিয়েছে, এতে আমরা সন্তুষ্ট। অন্যদিকে আসামি আব্দুল আজিজের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, এই রায়ে আমরা সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।