বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাধারণত কেনো ব্যক্তির শরীরের অভ্যন্তরে মাদক দ্রব্যের উপস্থিতি আছে কিনা, সেটা পরীক্ষা করাকেই ডোপ টেস্ট বলা হয়ে থাকে। বর্তমানে পুলিশসহ বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা হয়।
আসাদুজ্জামান খান কামাল
আজ রোববার (২৬ জুন) সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আইন তৈরি হচ্ছে। সেই আইন অনুযায়ী একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে পা দিতে হলে মেডিকেল টেস্ট করে আসতে হবে। ডোপ টেস্টও সেখানে অন্তর্ভুক্ত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা পুলিশে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট চালু করেছিলাম। এরপর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এই টেস্ট চালু হয়েছে। এটিকে আমরা আরও বিস্তৃত করতে চাই। সেই ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকেও ডোপ টেস্টের আওতায় আনা হবে।